
সংগৃহিত ছবি
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ক্যালিফোর্নিয়ার বিখ্যাত চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ডিজনি পিকচারসের নতুন সিনেমা ‘দ্য লিটল মারমেইড’-এর ট্রেলার। প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই অর্থাৎ একদিনে পুরো বিশ্বে ১০৮ মিলিয়ন ভিউয়ের রেকর্ড গড়েছে এটি। বর্তমানে যা একটি বিরল উদাহরণ মনে করা হচ্ছে।
গত ২ মার্চ একাডেমি পুরস্কার অনুষ্ঠানের সময় ট্রেলারটির প্রিমিয়ার হয়। সেই সময় উপস্থিত সবার সামনে তারকা হ্যালি বেইলি এবং মেলিসা ম্যাকার্থিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এরিয়েলের চরিত্রে অভিনয় করেছেন বেইলি, আর ভিলেন উরসুলার চরিত্রে অভিনয় করেছেন ম্যাকার্থি।
ছবিটিতে বিভিন্ন প্রাণীর সঙ্গে মারমেডের সমুদ্রে বসবাসের জীবন থেকে লোকালয়ের মানুষের সঙ্গে বসবাসের ইচ্ছার কথা তুলে ধরা হয়েছে।
নতুন চারটি মৌলিক গান সিনেমাটিতে সংযোজন করা হয়েছে। যা কোনো লাইভ অ্যাককশন সিনেমায় অতীতে ছিল না। জ্যাভিয়ের বারডেম, অ্যাকওয়াফিনা, জ্যাকব ট্রেম্বলে এবং জোনাহ হাউরকিং সিনেমাটির সহ অভিনেতার চরিত্রে অভিনয় করেছেন।
হলিউডের বিখ্যাত পরিচালক রব মার্শাল সিনেমাটি পরিচালনা করেছেন। চলতি বছর সিনেমাটি ২৬ মে মুক্তি পাবে।
রেডিওটুডে নিউজ/এসবি