
সংগৃহিত ছবি
বাংলাদেশের হিরো আলম সব সময়ই খবরে থাকেন। তাকেঁ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হলেও কোন কটুকথাই তিনি কানে নেন না।
অভিনেতা গায়কের পর এবার 'লেখক' হিসেবে আত্মপ্রকাশ করলেন হিরো আলম। জানা গেছে, আশরাফুল আলম ওরফে হিরো আলম বই লিখতে শুরু করেছেন। তার লেখা বইয়ের নাম দিয়েছেন ' দৃস্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেব।' লেখকের ভুমিকার ব্যাখ্যা তিনি নিজেই জানিয়েছেন। তার লেখা বইয়ের পচ্ছদে তিনি লিখেছেন,' বিখ্যাত হতে আসিনি, শুধু দৃষ্টিভঙ্গি বদলাতে চেয়েছি।' হিরো আলমের জীবনী নিয়ে লেখা বইটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সৌরভ আলম সাবিদ বইটি সম্পাদনা করেছেন। আর প্রকাশ করেছেন ' তরফদার প্রকাশনী।'
হিরোর মতে, সবাই তাকে নিয়ে হাসি ঠাট্রা করলেও সবার উচিত বইটি পড়া। তার লেখা বইটি পাঠকদের কাঁদাবে বলেও জানান তিনি। তিনি বলেন,' আমাকে নিয়ে সবাই অনেক হাসি ঠাট্রা করেন। আমাকে ট্রোল করেন। কিন্তু পর্দার আড়ালে হিরো আলমকে কয়জন চেনেন? এই বইয়ের মাধ্যমে আমার জীবনযুদ্ধ সম্পর্কে জানতে পারবেন।'
হিরো আলম বলেন,' আমার বইটি কেউ কিনবে কি কিনবে না সেটা বড় কথা নয়। তবে আমি সবাইকে অনুরোধ করবো, বইটি একবার হলেও পড়া উচিত। না কিনলেও অন্তত খুলে পড়ে দেখবেন।' অন্যদিকে বইটির সম্পাদক সৌরভ আলম সাবিদ বলেছেন,' এটা পুরোপুরি আত্মজীবনীমূলক গল্প নয়। এই বইয়ের অনেকাংশই উদ্দীপনামূলক। হিরো আলমের জীবন থেকে অনুপ্রেরণা নেওয়ার মত অনেক বিষয় রয়েছে।' এবং অনলাইনেও বইটি পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।
বিভিন্ন সময় নানা বিতর্কিত মন্তব্য ও কাজ করে সমালোচনায় থাকেন তিনি। এইতো কিছুদিন আগে রবীন্দ্রসংগীত বিকৃত করে গাওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়াও পুলিশের ড্রেস পরে ঘুরে বেড়ানো নিয়ে বিতর্ক হয় তাকে নিয়ে। তার বিরুদ্ধে মামলার রেশ ধরে পুলিশ তাকে ডেকে পাঠান। তখন আর কোনদিন বিকৃত করে রবীন্দ্রসংগীত গাইবেন না মর্মে মুচলেকা দেন হিরো। পরে হিরো আলম আক্ষেপ করে সোশ্যাল মিডিয়াতে লেখেন যে এদেশে বাক স্বাধীনতা নাই তাই বাংলাদেশ ছাড়তে চান তিনি।
এস আর