বৃহস্পতিবার,

৩০ মার্চ ২০২৩,

১৬ চৈত্র ১৪২৯

বৃহস্পতিবার,

৩০ মার্চ ২০২৩,

১৬ চৈত্র ১৪২৯

Radio Today News
bangas biscuit

ভালোবাসা দিবসে আসছে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯, ৬ ফেব্রুয়ারি ২০২৩

ভালোবাসা দিবসে আসছে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন

প্রথম সিজনের সফলতার পর আবার আসছে কোক স্টুডিও। ১৪ ফেব্রুয়ারি শ্রোতাদের জন্য আরও ১০টি হৃদয়ছোঁয়া গান নিয়ে আলোর মুখ দেখবে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন। এবারের সিজনে প্রায় ২০ জন শিল্পী একত্র হয়ে শ্রোতাদের গান উপহার দেবেন। 

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় সিজনের গানগুলোতে থাকছে চমৎকার মিউজিক্যাল ফিউশন, বৈচিত্র্যময় পারফরম্যান্সসহ আরও অনেক কিছুর সমন্বয়। এবার প্রথম সিজনের পরিচিত কিছু মুখের পাশাপাশি বেশ কয়েকজন নতুন শিল্পী প্রথমবারের মতো কোক স্টুডিও বাংলাতে অংশ নিচ্ছেন। প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও সংগীত প্রযোজক হিসেবে থাকছেন শায়ান চৌধুরী অর্ণব। তবে এবার তাঁর সঙ্গে এই ভূমিকায় যোগ দিচ্ছেন প্রীতম হাসান, ফুয়াদ আল মুক্তাদির, ইমন চৌধুরী ও শুভর মতো বিখ্যাত শিল্পীরা। 

১৪ ফেব্রুয়ারি প্রচারিত হবে দ্বিতীয় সিজনের প্রথম গান। এ উপলক্ষে সারা দেশের দর্শক-শ্রোতাদের জন্য বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। 

বাংলাদেশসহ সারা বিশ্বের শ্রোতারা কোক স্টুডিও বাংলার গানগুলো শুনতে পাবেন কোক স্টুডিও বাংলার অফিশিয়াল মিউজিক স্ট্রিমিং পার্টনার স্পটিফাই এবং কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের