
ফটোশুটে নুসরাত জাহান
টলিউডের নায়িকা নুসরাত জাহান সাংসদও। অভিনয়, রাজনীতি পাশাপাশি সংসারও করছেন টলিউড হিরো যশের সঙ্গে। কাজের ফাঁকে সামাজিক মাধ্যমেও ফটোশুট করেন নুসরাত। তেমনি সদ্য নতুন ফটোশুটে গ্ল্যামারাস লুকে হাজির হয়েছেন এই নায়িকা।
ফটোশুটে নুসরাতকে দেখা গেছে কালো ব্রালেট টপের সঙ্গে কালো জিনস আর ডিজাইনার কালো জ্যাকেট পরা অবস্থায়। ন্যুড লিপস্টিক, চোখে আইলাইনার, ঢেউ খেলানো চুল, গাঢ় কাজলে হট লুকে নেটদুনিয়ায় হাজির যশ-পত্নী।
ফটোশুটে তোলা ছবি আপলোড করে নুসরাত ক্যাপশনে তিনি লেখেন, দু-চাকা তোমার হৃদয়কে চালিয়ে নিয়ে যায়। শুধুমাত্র বাইকপ্রেমীরাই বুঝতে পারবে।
তবে সাংসদ-অভিনেত্রীর লেটেস্ট এই ফটোশুট নিয়ে নেটিজেনরা মেতেছে নতুন আলোচনায়। উড়ে এসেছে নানা ট্রোলও। এক নেটিজেনের কমেন্ট, এটা তো মিঠুনদার জ্যাকেট। এছাড়া আরও ব্যক্তিগত ব্যাপার নিয়েও তুলোধুনো করতে ছাড়েননি এই নায়িকাকে।
রেডিওটুডে নিউজ/এসবি