শনিবার,

২৫ মার্চ ২০২৩,

১০ চৈত্র ১৪২৯

শনিবার,

২৫ মার্চ ২০২৩,

১০ চৈত্র ১৪২৯

Radio Today News
bangas biscuit

মারা গেছেন হলিউড অভিনেতা টম সিজমোর

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৭:৪৮, ৫ মার্চ ২০২৩

মারা গেছেন হলিউড অভিনেতা টম সিজমোর

বিভিন্ন চরিত্রে টম সিজমোর

হলিউড অভিনেতা টম সিজমোর মৃত্যুবরণ করেছেন। গতকাল (শুক্রবার) ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এ অভিনেতা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬১ বছর। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি নিজের বাসায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায় টমকে। সেই সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এরপর তিনি কোমায় চলে যান। চিকিৎসকেরা আইসিইউতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। তবুও আর হয়নি শেষ রক্ষা।

টম ছিলেন চরিত্রাভিনেতা। নব্বইয়ের দশকে বেশ জনপ্রিয় হয়ে উঠেন হলিউডে। স্টিফেন স্পিলবার্গের দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে নির্মিত ‘সেভিং প্রাইভেট রায়ান’ সিনেমাটি জনপ্রিয়তা এনে দেয় তাকে। এই ছবিতে সৈনিকের চরিত্রে অভিনয় করে সবার কুড়িয়ে ছিলেন তিনি।

এ অভিনেতার মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। তার অনুরাগীরা শোকে স্তব্দ। সামাজিক মাধ্যমে তার দীর্ঘদিনের সহকর্মীরা তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের