
জয়ের সঙ্গে তার মা ও স্ত্রী
ছোট পর্দার অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তার মা ও স্ত্রীকে নিয়ে সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।
জয় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি আপলোড করে এ তথ্য জানান। সেই ছবির ক্যাপশনে জয় লেখেন, "ওমরাহর উদ্দেশ্যে রওনা দিলাম। দোয়া করবেন। সঙ্গে মা আর বউ।"
শাহরিয়ার নাজিম জয়কে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে দেখা গেছে। যা দেখে দর্শকরা জয়ের অভিনয়ের প্রশংসা করেছেন।এছাড়াও জয় সব সময় ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের উপস্থাপনা করে আলোচনায় থাকেন।
জয় শুধুমাত্র ছোটপর্দাতেই নয়, অভিনয় করেছেন সিনেমাতেও।
রেডিওটুডে নিউজ/এসবি