
সংগৃহিত ছবি
বাংলাদেশ সরকার সম্প্রতি দেশের সিনেমা হলগুলোতে ভারতীয় ছবি আমদানির অনুমতি দিয়েছে। সিদ্ধান্ত হয়েছিল, দেশের প্রেক্ষাগৃহে আগামী ৫ মে মুক্তি পাবে শাহরুখের ‘পাঠান’ সিনেমা। এদিকে হিন্দি সিনেমা দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলে দেশিয় সিনেমা হুমকির মুখে পড়বে বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। বিশেষ করে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আট সিনেমা নিয়ে ক্ষতির আশঙ্কা করছেন সিনেমার পরিচালকরা।
এ বিষয়ে এরইমধ্যে তারা সংবাদ সম্মেলন করে আগামী ৫ মে ছবি মুক্তি থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। সপ্তাহ দুয়েক পিছিয়ে দেয়ার অনুরোধ করেন তারা। এ অবস্থায় পাঠানের মুক্তি কি পিছিয়ে যাবে?
এমন প্রশ্নের উত্তরে ছবিটি আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কর্ণধার অনন্য মামুন বলেন, "ছবিটি এখনও তো সেন্সরই পেল না। সেন্সরে জমা পড়েছে মাত্র। সেন্সর পাবে কি না— আগামীকাল বুধবার জানা যাবে। আগে সেন্সর হোক তারপর মুক্তির সিদ্ধান্ত।"
শাহরুখ অভিনীত ‘পাঠান’ সিনেমা ভারতে মুক্তির সময় থেকেই বাংলাদেশে এই ছবি মুক্তির তোড়জোড় শুরু করে এক প্রযোজনা প্রতিষ্ঠান। বিষয়টি নিয়ে চলচ্চিত্র ও হল সংশ্লিষ্টদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নেতৃত্বে মিটিং ও হয়। সে সময় সকল সংগঠন একমত না হওয়ায় স্থগিত করা হয় চলচ্চিত্রটির মুক্তি। তবে সেইসব প্রতিবন্ধকতা কাটিয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।
রেডিওটুডে নিউজ/এসবি