
সড়ক দুর্ঘটনায় অভিনেতার মৃত্যু
সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মালয়ালম সিনেমার অভিনেতা কোল্লাম সুধীর। আজ সোমবার (৫ জুন) ভোরে কেরালার ত্রিশূর সংলগ্ন এলাকায় ট্রাকের সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে তার। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
পুলিশ সূত্রে জানা গেছে, 'কোল্লাম ছাড়াও উল্লাস আরুর, বিনু আদিমালি ও মহেশ নামক আরও তিন ব্যক্তি সোমবার ভোরে গাড়িতে করে বেরিয়েছিলেন। হঠাৎ ভোর সাড়ে চারটা নাগাদ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের গাড়ির।'
এই দুর্ঘটনার পর চার জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জনপ্রিয় এই অভিনেতার মৃত্যু হয়।
এসময় বাকিরা অবশ্য আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা যে গাড়িটি করে যাচ্ছিলেন সেটি একেবারে দুমরে-মুচড়ে যায়। এরই মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে গেছে।এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন।
এদিকে কোল্লামের এই আকস্মিক মুত্যুতে মালয়লাম সিনেমা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া বিরাজ করছে।
জানা গেছে, বেশ কিছু শো করেছিলেন কোল্লাম। তাছাড়া কৌতুকাভিনেতা হিসেবে বেশ নামডাকও ছিল তার। তবে তার এই মৃত্যু স্বাভাবিকভাবে দর্শক থেকে তার সতীর্থ কেউই মেনে নিতে পারছে না।
এস আর