
২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চাইলেন পরীমণি!
ঢালিউডে বর্তমানে আলোচিত-সমালোচিত জুটি পরীমণি ও শরীফুল রাজ। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন। তবে এবার তারা হাঁটছেন বিচ্ছেদের পথে। সম্প্রতি প্রকাশ পাওয়া তিন অভিনেত্রীর সঙ্গে রাজের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ফাঁস হয়। এরপর থেকে স্বামী শরিফুল রাজকে ‘ফেক’ মানুষ বলে মন্তব্য করলেন পরীমণি।
এই ফেক মানুষটির সঙ্গে আর সংসার করতে চান না বলে সাফ জানিয়ে দিলেন এই গুণী নায়িকা। বললেন, 'আমি চাই রাজ আমাকে ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স দিয়ে দিক।'
পরীমণি বলেন, 'এখন রাজ্যের মা আমার কাছে কমফোর্টেবল অনেক এবং অনেক আরাম, শান্তি ও সম্মানের। যেটার মধ্যে কোন ফেকনেস ও মিথ্যা নেই।'
গতকাল সোমবার রাতে একটি সংবাদমাধ্যমে লাইভে এসে পরীমনি বলেন, 'ফেক মানুষের সঙ্গে থাকতে পারব না। যিনি একজন মানুষকে রেসপেক্ট ভেতর থেকে দেয় না, সেটা তো আপনি দেখাতে পারবেন না।'
অভিনেত্রী আরও বলেন, 'কালকে আপনাদের সঙ্গে তার সঙ্গে কনভারসেশন হলো, সেটা দেখলে মানুষ স্পষ্ট বুঝতে পারবে যে, কতটা ফেক, কতটা রিয়েল। আমার তো বলার নেই কিছু। আমি সব কিছু পাবলিককে দিয়ে দিলাম।'
এছাড়া দাম্পত্য কলহের ব্যাপার নিয়ে স্বামী রাজের সঙ্গে বসতে (সমঝোতায়) চান কিনা, এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, 'আমি আর বসতে চাই না। যদি হতোই তাহলে অনেক আগেই হতো।'
এস আর