
মিমি চক্রবর্তী
টলিপাড়ার প্রথম সারির তারকারা বড়পর্দায় নিজেদের বাজার ধরে রাখতে ওটিটির দিকে ঝুঁকছেন। প্রসেনজিৎ এখন হিন্দি ওয়েব সিরিজে চুটিয়ে অভিনয় করছেন। ইতোমধ্যেই অঙ্কুশকে দর্শক ‘শিকারপুর’ ওয়েব সিরিজ়ে দেখেছেন। শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত ‘আবার প্রলয়’ এই সপ্তাহেই মুক্তি পাবে। এবার ওটিটিতে নাম লেখাতে যাচ্ছেন আরও এক প্রথম সারির অভিনেত্রী।
ওয়েব সিরিজে অভিনয় করতে আগ্রহী মিমি চক্রবর্তী। ‘হইচই’য়ের তরফে অভিনেত্রীর কাছে গেছে প্রস্তাব। তিনি নাকি রাজি হয়েছেন। এই সিরিজে তার বিপরীতে থাকতে পারেন টোটা রায় চৌধুরী। স্বস্তিকার সঙ্গে টোটার প্রথম ওয়েব সিরিজ ‘নিখোঁজ’ চলতি মাসে মুক্তি পাচ্ছে। সেদিক থেকে নতুন এই সিরিজ নিয়ে অনুরাগীদের আগ্রহ থাকা স্বাভাবিক।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মিমি ও টোটাকে নিয়ে নতুন সিরিজটি পরিচালনা করবেন চন্দ্রাশিস রায়। তিনি দীর্ঘদিন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সহকারী হিসেবে কাজ করেন। এর আগে অতিমারির সময় তার পরিচালিত ‘নিরন্তর’ ছবিটি মুক্তি পেয়েছিল। সেই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সত্যম ভট্টাচার্য ছিলেন। তবে নতুন সিরিজের বিষয়বস্তু নিয়ে কিছু জানা যাচ্ছে না।
মিমি অভিনীত ‘মিনি’ ও ‘খেলা যখন’ মুক্তি পেয়েছিল গতবছর। দুটি ছবি বক্স অফিসে নজর কাড়তে পারেনি।
রেডিওটুডে নিউজ/এসবি