
সিনেমার পোস্টার
বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় ছবি আমদানির অনুমতি দিয়েছে সরকার। শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা প্রথম মুক্তি পেয়েছিল। এবার মুক্তি পাচ্ছে বলিউডের আরেক তারকা সালমান খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। সংবাদমাধ্যমকে এ খবরটি জানিয়েছেন, চলচ্চিত্র সেন্সর বোর্ডের একাধিক সদস্য।
গতকাল (শুক্রবার) সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘কিসি কা ভাই কিসি কি জান’। ছবিটি দেশে আমদানি করছে এনইউ আহম্মদ ট্রেডার্স। ২৫ আগস্ট মুক্তি পাবে ছবিটি।
এন ইউ আহম্মদ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, "সপ্তাহখানেক আগে সেন্সর বোর্ডে জমা দিয়েছিলাম। কোনো কর্তন ছাড়াই আজ সেন্সর পেয়েছে ছবিটি। আগামী শুক্রবার, অর্থাৎ ২৫ আগস্ট এখানকার সিনেমা হলে মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল থেকে হল বুকিং শুরু করব।"
আমদানিকারক প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশি সিনেমা ‘কসাইয়ের’ বিনিময়ে আনা হচ্ছে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। ‘কসাই’সিনেমাটি নির্মাণ করেন অনন্য মামুন। বিনিময় রীতি অনুযায়ী ছবিটি দুই মাস আগে পাঠানো হয়েছে ভারতে।
‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি সালমান খানের প্রযোজনা প্রতিষ্ঠান সালমান খান ফিল্মস থেকে নির্মিত। প্রায় দেড়শ কোটি বাজেটে নির্মিত ছবিতে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, দাগ্গুবতী ভেঙ্কটেশ, জগপতি বাবু প্রমুখ।
রেডিওটুডে নিউজ/এসবি