শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

রাজ্যের পাশে থাকতে চান পরীমণি, জীবনের তরে এই আকুতি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২৭, ২৪ সেপ্টেম্বর ২০২৩

Google News
রাজ্যের পাশে থাকতে চান পরীমণি, জীবনের তরে এই আকুতি

সন্তান রাজ্যের সঙ্গে মা পরীমনি

কদিন আগে রাজকে ডিভোর্সের ঘোষণা দেওয়ার সময় পরী জানিয়েছিলেন সন্তান রাজ্যকে নিজের কাছে রাখবেন তিনি। ছেলের যাবতীয় ভরণপোষণ বর্তমানের মতো ভবিষ্যতেও তিনি বহন করবেন। এবার তিনি রাজ্যের পাশে থেকে তার বেড়ে ওঠা দেখতে চান বলে জানান।

পরী নিজের ফেসবুক একাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেছেন। সন্তান রাজ্যের সঙ্গে একান্ত মুহূর্ত ফুটে উঠেছে যেখানে। মা পরীর আদরে মুখে হাসি রাজ্যর। সেই ছবির সঙ্গে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "আমি শুধু একটা জিনিস চাই। জীবন যেন আমাকে আমার ছেলের পাশে থেকে তার বেড়ে ওঠা দেখতে দেয়।"

এর আগে সন্তানের সঙ্গে একটি ভিডিও দিয়ে জানিয়েছিলেন, "যত বাধাই আসুক নিজের সন্তানই হলো জীবনে সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে সুন্দর কারণ।"

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও রাজ। আর গত বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের