শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

জায়েদ-সায়ন্তিকার বিচার করবে আল্লাহ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ০০:১৪, ২৭ সেপ্টেম্বর ২০২৩

Google News
জায়েদ-সায়ন্তিকার বিচার করবে আল্লাহ

জায়েদ খান ও সায়ন্তিকা

টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে নির্মিতব্য একটি ছবির কাজ করতে এসেছিলেন বাংলাদেশে। ‘ছায়াবাজ’ নামের এই ছবিটি প্রযোজনা করছিলেন মনিরুল ইসলাম। ছবিতে অভিনেতা জায়েদ খানের সঙ্গে জুটি বাঁধেন সায়ন্তিকা।

অভিযোগ উঠে ছবির শুটিং সেটে নৃত্য পরিচালক হাত ধরায় নাখোশ হন সায়ন্তিকা। তার জেরে কলকাতা চলে যান তিনি। সেইসঙ্গে ছবির প্রযোজক মনিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনেন। সেসময় জায়েদ খানও প্রযোজকের বিরুদ্ধে অভিযোগের প্রসঙ্গে একমত হন সায়ন্তিকার সঙ্গে। এবার সংবাদমাধ্যমের কাছে জায়েদ-সায়ন্তিকাকে নিয়ে কথা বললেন প্রযোজক মনিরুল। 

প্রযোজক মনিরুল ইসলাম বলেন, "আমার দেশের শিল্পীকে অপমান করবে, সেটা আমি একজন সিনেমার মানুষ হয়ে মেনে নেব না। কারণ, আমার দেশকে অন্য দেশের মানুষ এসে ছোট করতে পারেন না। আজ মাইকেলকে অপমান করেছে, কাল পরিচালকের সঙ্গে করত, আরেক দিন হয়তো ইউনিটের অন্য কারোর সঙ্গে করত। সেটি হতে দেব না। এর সমাধান না হলে কাজ আর করব না। যা ক্ষতি হয় হবে।"

তিনি আরও বলেন, "এই গল্প নিয়ে একটি ওয়েব ফিল্ম বানানোর কথা ছিল। কিন্তু জায়েদ খানের অনুরোধে এই সিনেমা শুরু করা। তা না হলে আমি করতাম না। অথচ জায়েদ খান ও সায়ন্তিকা মিলে ফাঁসিয়ে দিল আমাকে। কী আর করার, সব বিচার ওপরওয়ালার ওপর ছেড়ে দিলাম।"

এদিকে জায়েদ বলেন, "এই শুটিং এতটাই অব্যবস্থায় ভরা ছিল যে নায়িকার কস্টিউম, হোটেল ভাড়া, খাবারের বিলও আমি দিয়েছি। ১ লাখ ৩০ হাজার হোটেল বিল এসেছিল। প্রযোজক ৯৭ হাজার বিল দিয়ে চলে গেছে। বাকি টাকা আমি দিয়েছি। প্রযোজক প্রতিনিয়তই মিথ্যাচার করছেন। তার কথা–কাজে মিল নেই।"

এ প্রসঙ্গে মনিরুল ইসলাম বলেন, "৬ সেপ্টেম্বর পর্যন্ত ভাড়া বুঝিয়ে দিয়ে আমরা ঢাকা চলে এসেছি। এরপর শুনেছি, ৭ সেপ্টেম্বরও কারা যেন ছিলেন হোটেলে। সেই টাকা তো আমি দেব না। কারণ, আমার শুটিং প্যাকআপ হয়েছে ৬ সেপ্টেম্বর। আর জায়েদ খানকে নায়িকার ড্রেস দিতে হবে কেন? আমি সায়ন্তিকার ড্রেস বাবদ আলাদা ৫০ হাজার রুপি দিয়েছি। পারিশ্রমিকের মধ্যেই জায়েদ খানের ড্রেসের টাকা ধরা হয়েছে। এত সব মিথ্যাচার আর নিতে পারছি না।"

সবশেষে প্রযোজক বলেন, "এই ছবির কাজ আর করব না। যদি করিও, সব বাদ দিয়ে এ দেশের শিল্পী নিয়ে নতুন করে এই ছবির কাজ শুরু করব।"

উল্লেখ্য, 'ছায়াবাজ’ ছবি পরিচালক তাজু কামরুল। এ ছবির মাধ্যমে জায়েদ খানের সঙ্গে প্রথম জুটি বেঁধেছেন সায়ন্তিকা। ছবিটির শুটিং শুরু হয়েছিল কক্সবাজার। সমস্যার সৃষ্টি হয়েছিল সেখানেই। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের