
আরিয়ান খান
মাদক কাণ্ডে জামিন মেলেনি বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের। তাই ৭ অক্টোবর পর্যন্ত এনসিবির হেফাজতেই থাকতে হচ্ছে তাকে।
সোমবার (৪ অক্টোবর) মুম্বাইয়ের আদালতে হাজির করা হয় আরিয়ানকে। এ সময় তার আইনজীবী জামিন আবেদন করলে তা নাকচ করে দেন আদালত।
অন্যদিকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) আবেদনের ভিত্তিতে ৭ অক্টোবর পর্যন্ত তাকে হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়।
আরিয়ানের পাশাপাশি তার বন্ধু আরবাজ, মুনমুনসহ মোট ৮ জনকে এদিন আদালতে হাজির করে এনসিবি। যার মধ্যে একজনকে আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে।
আদালতের কাছে অনিল সিং বলেন, "এনসিবি-এর পক্ষ থেকে আরিয়ানের ফোন আটক করা হয়েছে। সেখানে অনেক সন্দেহজনক চ্যাট আছে যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে মাদক ডিলারদের সঙ্গে যোগাযোগ ছিল আরিয়ানের। তাই সকলকে একসঙ্গে বসিয়ে এনসিবি-এর দপ্তরে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।"
রেডিওটুডে নিউজ/ইকে