
কিয়ারা আদভানি
বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি ফ্যাশনের দিক থেকে বেশ সচেতন। ভক্তদের সামনে প্রায়ই সাহসী ও খোলামেলা রূপে ধরা দেন তিনি। একটি ম্যাগাজিনের কভারের জন্য সম্প্রতি ভিডিও শুটে উষ্ণ মেজাজে হাজির হয়েছেন কিয়ারা।
নতুন চুলের স্টাইল সেখানে ক্যামেরার সামনে হাজির হন তিনি। ঝলমলে সবুজ ব্র্যালেট-স্টাইলের টপ এবং ম্যাচিং স্কার্টে ভক্তদের সামনে ঝড় তুলেছেন এই তারকা। নায়িকার সাহসী লুকের প্রশংসায় মেতেছেন নেটজেনরা।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করেছেন কিয়ারা। বিয়ের পরই অভিনয়ে ব্যস্ত সময় পার করছে এই জুটি। সম্প্রতি দোহায় শাহিদ কাপুরের সঙ্গে রোমান্টিক গানে নাচ পরিবেশ করেন কিয়ারা। শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বানসালির সঙ্গে রণবীর সিং এবং আলিয়া ভাটের আগামী ছবি ‘বৈজু বাওরা’য় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী। যদিও এ বিষয় এখনও কোনও নিশ্চিত খবর মেলেনি।
রেডিওটুডে নিউজ/এসবি