শনিবার,

০৭ ডিসেম্বর ২০২৪,

২৩ অগ্রাহায়ণ ১৪৩১

শনিবার,

০৭ ডিসেম্বর ২০২৪,

২৩ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতেই হাসপাতালে ছেলেসহ অসুস্থ পরীমণি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:১২, ১৫ জানুয়ারি ২০২৪

Google News
ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতেই হাসপাতালে ছেলেসহ অসুস্থ পরীমণি

ভালো নেই চিত্রনায়িকা পরীমণি। নানু বাড়ি বরিশাল থেকে শীতের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতেই সন্তানসহ তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

জানা যায়, ঢাকায় ফেরার সময় কিছু ফল কিনেছিলেন তিনি। সেগুলো খেয়ে তিনিসহ বাসার ৫ সদস্যর ফুড পয়জনিং হয়। অসুস্থতা নিয়ে সন্তানসহ তাকে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সন্তানের ক্যানোলা হাতে ফেসবুকে একটি ছবি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

সন্তানকে নিয়ে এখনো হাসপাতালে তিনি। এ প্রসঙ্গে বাহিরের খাবার কম খাওয়ার পরামর্শ দিয়ে সবাইকে সতর্ক করে পরীমণি বলেন, শীতকালে সবাই খাবার দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে সেইফ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম।

বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমান মানে দুই একটা বাইট নিয়েছিল। ব্যাস! বাচ্চা, আমি, আমার গাড়ি চালক’সহ আমার বাসার মোট পাঁচজন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের