বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

Radio Today News

খুলনা বিভাগে করোনায় আরও ২৩ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫১, ২৫ জুন ২০২১

আপডেট: ০১:২৩, ২৬ জুন ২০২১

Google News
খুলনা বিভাগে করোনায় আরও ২৩ জনের মৃত্যু

ছবি: রেডিও টুডে

খুলনা বিভাগে ভয়াবহ রূপ নিয়েছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে প্রকোপ । গত ২৪ ঘণ্টায় করোনায় এই বিভাগে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। পাশাপাশি নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২২ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে ১৮ জুন সর্বোচ্চ ১ হাজার ৩৩ জনের করোনা  শনাক্ত হয়।

শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানান।

রাশেদা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ার সর্বোচ্চ সাতজন, খুলনায় পাঁচজন, যশোরে পাঁচজন, ঝিনাইদহে দুজন, চুয়াডাঙ্গায় একজন, সাতক্ষীরায় একজন, বাগেরহাটে একজন এবং মেহেরপুরে একজন মারা গেছেন।

তিনি বলেন, করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৫০ হাজার ১১৭ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৯ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ৯২২ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩৩২ জন। জেলায় এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪ হাজার ১৬১ জনের। এদের মধ্যে মারা গেছেন ২৩৩ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৩৪৯ জন।
 

 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের