শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

Radio Today News

ডেঙ্গুতে মৃত্যু ১৫শ’ ছাড়াল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩২, ১৫ নভেম্বর ২০২৩

Google News
ডেঙ্গুতে মৃত্যু ১৫শ’ ছাড়াল

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১ হাজার ৫২০ জনের মৃত্যু হলো।

বুধবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৩ জন ঢাকা সিটির এবং ১১ জন ঢাকা সিটির বাইরের। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬২৩ জন। এর মধ্যে ঢাকা সিটির ৩৪৯ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ২৭৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৭৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৬৬৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৮৯ হাজার ৩৯০ জন। মারা গেছেন ১ হাজার ৫২০ জন। এর মধ্যে ঢাকা সিটির ৮৮৫ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৩৫ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। গত বছর ডেঙ্গুর প্রকোপ জুন মাস থেকে শুরু হয়েছিল। কিন্তু চলতি বছর মে মাস থেকেই আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের