শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

প্রথম করোনা টিকা হিসেবে যুক্তরাষ্ট্রের স্থায়ী অনুমোদন পেল ফাইজার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮, ২৪ আগস্ট ২০২১

আপডেট: ১৯:৫৪, ২৪ আগস্ট ২০২১

Google News
প্রথম করোনা টিকা হিসেবে যুক্তরাষ্ট্রের স্থায়ী অনুমোদন পেল ফাইজার

বিশ্বের প্রথম করোনা টিকা হিসেবে ফাইজারের তৈরি টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে বিশ্বের প্রথম করোনা টিকা হিসেবে এ স্বীকৃতি পেলো প্রতিষ্ঠানটি।

সোমবার (২৩ আগস্ট) আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (এফডিএ) ফাইজারের তৈরি টিকার স্থায়ী অনুমোদন দেয়। খবর বিবিসির।

করোনাভাইরাসের ডেল্টা রূপ রূখতে ফাইজারের টিকার কার্যকারিতা প্রমাণ মেলাতেই এই স্থায়ী ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানায় এফডিএ।

এফডিএর সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন থেকে ফাইজারের টিকার দু’টি ডোজ ১৬ বছর ও তদুর্ধ্ব বয়সীরা নিতে পারবেন। প্রথম ডোজ নেওয়ার তিন সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বের অনেক দেশেই বিভিন্ন প্রতিষ্ঠানের টিকার অনুমোদন দেওয়া হয়েছিল। তবে সেটা কেবল জরুরি ব্যবহারের জন্য। গত বছরের ডিসেম্বরে ষষ্ঠ দেশ হিসেবে আমেরিকা ছাড়পত্র দিয়েছিল এই টিকাকে। তার আগে ব্রিটেন, বাহরিন, কানাডা, সৌদি আরব এবং মেক্সিকো সরকারের অনুমোদন পেয়েছিল ফাইজার।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের