
সারাদেশেই বিরাজ করছে মৃদু তাপপ্রবাহ, যার কারণে দিনের বেলায় রোদ যেন সব কিছুকে দাহ করছে। তীব্র এই গরমের সঙ্গে যুক্ত হয়েছে অসহনীয় ভ্যাপসা অনুভূতি, ফলে গ্রাম থেকে নগর—কোথাও মিলছে না স্বস্তি। আবহাওয়াবিদদের মতে, এই অস্বস্তিকর অবস্থা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই লঘুচাপের প্রভাবে অক্টোবরের শুরুতে সারা দেশে বৃষ্টির পরিমাণ আবার বাড়তে পারে বলে জানানো হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, “বৃষ্টিপাত কিছুদিন কম থাকতে পারে। আগামী ১ অক্টোবরের দিকে সাগরে আরেকটি লঘুচাপ হতে পারে। তখন আবার বৃষ্টি বাড়তে পারে।”
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে আগামী ১ অক্টোবরের দিকে এই নতুন লঘুচাপটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়ার কারণে ভ্যাপসা গরমের অনুভূতিও কিছুটা বাড়তে পারে।
এদিকে, বঙ্গোপসাগরে থাকা পূর্বের নিম্নচাপটি শনিবার ভারতের দক্ষিণ উড়িষ্যা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে বর্তমানে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (২৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
রেডিওটুডে নিউজ/আনাম