শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন আলবানিজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩২, ২২ মে ২০২২

আপডেট: ১৮:১২, ২২ মে ২০২২

Google News
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন আলবানিজ

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির নেতা অ্যান্টনি আলবানিজ। দেশটির প্রধান তিন সংবাদ নেটওয়ার্কের আভাসের বরাতে এ তথ্য দিয়েছে বিবিসি।

অস্ট্রেলিয়ায় স্কট মরিসনকে হারিয়ে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্টনি আলবানিজ। নির্বাচিত হলে আলবানিজ হবেন দেশটির ইতিহাসে নন অ্যাংলো-কেল্টিক পটভূমির প্রথম প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় আজ শনিবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত পার্লামেন্টের ৭২টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। যদিও সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনে দলটির আরও ৪টি আসনে জয় নিশ্চিত করতে হবে। অস্ট্রেলিয়ার দীর্ঘতম রাজনীতিবিদদের একজন অ্যান্টনি আলবানিজ।

অন্যদিকে প্রধানমন্ত্রী স্কট মরিসনের দল পেয়েছে ৫১টি আসন। ফলে তার দল লিবারেল-ন্যাশনাল কোয়ালিশনের হার অনেকটাই নিশ্চিত। দেশটির সরকার গঠনে প্রতিনিধি পরিষদের ১৫১ আসনের মধ্যে অন্তত ৭৬টিতে জয়লাভ করতে হবে।

২০১৯ সালের পর এটিই দেশটির প্রথম নির্বাচন। আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার আগেই আজ পরাজয় বরণ করে আলবানিজকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দিয়েছেন মরিসন।

দলীয় কার্যালয়ে এক ভাষণে নির্বাচনী সাফল্যের জন্য আলবানিজকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘ব্যাপক অস্থিরতার মধ্য দিয়ে যেতে হয়েছে। এখন আমাদের জাতির নিরাময় করা গুরুত্বপূর্ণ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের