মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

Radio Today News

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ‘ক্যানডিডা অরিস’ ছত্রাকের সংক্রমণ নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৭, ২৩ মার্চ ২০২৩

আপডেট: ১০:৫৭, ২৩ মার্চ ২০২৩

Google News
যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ‘ক্যানডিডা অরিস’ ছত্রাকের সংক্রমণ নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী একটি ছত্রাকের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ছত্রাকটির নাম ‘ক্যানডিডা অরিস’। মঙ্গলবার (২১ মার্চ) যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, ছত্রাকটির সংক্রমণ ছড়ানোর হার উদ্বেগজনক। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে এই ছত্রাকে সংক্রমিত হন ৭৫৬ জন। এ বছর ছত্রাকে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৭১ জন।

চিকিৎসকেরা বলছেন, সুস্থ কারও ক্যানডিডা অরিসে সংক্রমিত হওয়ার ঝুঁকি কম। তবে যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল অথবা ভেন্টিলেটর বা ক্যাথেটারের মতো ডিভাইস ব্যবহার করেন, তারা সংক্রমিত হলে গুরুতর অসুস্থ বা মৃত্যুর ঝুঁকি আছে। যারা আক্রান্ত হয়েছেন, তাদের বেশির ভাগের শরীরে ছত্রাকের ওষুধ কাজ করে না।

এ কারণেই ‘ক্যানডিডা অরিস’ ছত্রাককে ‘আর্জেন্ট অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স থ্রেট’ হিসেবে বর্ণনা করছে সিডিসি। ইতিমধ্যে ছত্রাকটিতে সংক্রমিত হয়ে অনেক রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া বয়োজ্যেষ্ঠ রোগীরা প্রবীণদের জন্য বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে ভর্তি আছেন।  

সিডিসির প্রতিবেদন অনুযায়ী, ছত্রাকটিতে সংক্রমিত হয়ে তিন রোগীর অবস্থা সংকটাপন্ন হয়। তাদের একজন মারা গেছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের