রোববার,

১১ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

রোববার,

১১ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

Radio Today News

পিটিআই নিষিদ্ধ করার কথা ভাবছে পাকিস্তান সরকার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬, ২৪ মে ২০২৩

আপডেট: ২১:১১, ২৪ মে ২০২৩

Google News
পিটিআই নিষিদ্ধ করার কথা ভাবছে পাকিস্তান সরকার

ইমরান খানের দল পিটিআই নিষিদ্ধ করার কথা ভাবছে পাকিস্তান সরকার। এ কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে ইমরানকে গ্রেপ্তারের পর তার দল যে সহিংসতা চালিয়েছে, সেই ঘটনার জেরে এমন পরিকল্পনা করছে সরকার।

তবে এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পর্যালোচনা চলছে বলে জানান খাজা আসিফ। এদিকে পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে মুক্তির কিছুক্ষণ পর ফের গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে দলের আরেক নেতা মুসাররাত জমশেদকেও।

এদিকে, দল ছাড়তে শুরু করেছেন পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা। এরইমধ্যে দল থেকে বেরিয়ে গেছেন ৪ জন। পিটিআই ছাড়ার ঘোষণা দিয়েছেন শিরিন মাজারি ও ফাইয়াজুল হাসান চোহানসহ আরও ৪ নেতা।

গত ৯ মে'র ঘটনার নিন্দা জানিয়ে দল ছাড়েন তারা। এমনকি অন্যদেরও ইমরান খানের মতাদর্শ ও সমর্থন প্রত্যাহারের আহ্বান জানান।

তবে তাদের দল ছাড়তে বাধ্য করা হচ্ছে বলে দাবি পিটিআই প্রধান ইমরান খানের। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর লাহোরে ফিরেছেন তিনি।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের