শনিবার,

৩০ আগস্ট ২০২৫,

১৪ ভাদ্র ১৪৩২

শনিবার,

৩০ আগস্ট ২০২৫,

১৪ ভাদ্র ১৪৩২

Radio Today News

গাজায় হেপাটাইটিসে আক্রান্ত ৭০ হাজারের বেশি মানুষ

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৮, ১৩ জুলাই ২০২৪

Google News
গাজায় হেপাটাইটিসে আক্রান্ত ৭০ হাজারের বেশি মানুষ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হেপাটাইটিসে আক্রান্ত হয়েছে ৭০ হাজারের বেশি মানুষ। গাজার মানুষ বারবার বাস্তুচ্যুত হওয়ায়, এতো বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গাজার সরকারি সংবাদমাধ্যমের কার্যালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকার বিভিন্ন অংশে বাস্তুচ্যুত হওয়ার কারণে কমপক্ষে ৭১ হাজার ৩৩৮ জন হেপাটাইটিসে আক্রান্ত হয়েছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাস্তুচ্যুত পরিস্থিতির কারণে এখন পর্যন্ত ১৭ লাখের বেশি মানুষ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী প্রয়োজনীয় ওষুধ সরবরাহে বাধা দেওয়ায় গাজায় দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত প্রায় সাড়ে তিন লাখ মানুষ বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। এদিকে ইসরায়েলি হামলায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার পুরো উপত্যকা। আল-মাওয়াসি শরণার্থী শিবির থেকে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে মৃত ও আহতদের তালিকা অন্তর্ভুক্তির কাজ চলছে। আল-জাজিরার ফ্যাক্ট-চেকিং এজেন্সি সানাদ দ্বারা যাচাইকৃত ভিডিও ফুটেজে এসময় হাসপাতালে হতাহতের ছড়াছড়ি দেখা গেছে।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের