শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

ভারতেও শনাক্ত হলো ‘ওমিক্রন’ 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:১২, ৩ ডিসেম্বর ২০২১

আপডেট: ০৩:৪৩, ৩ ডিসেম্বর ২০২১

Google News
ভারতেও শনাক্ত হলো ‘ওমিক্রন’ 

ছবি: সংগৃহীত

এবার ভারতে শনাক্ত হলো করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দেশটির কর্ণাটকে ওমিক্রনে আক্রান্ত দুজনের সন্ধান মিলেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত শনাক্তের ঘটনা এটিই প্রথম।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আফ্রিকা ফেরত দুজনের শরীরে করোনাভাইরাসের নতুন এই ধরনের সন্ধান পাওয়া গেছে। তাদের একজনের বয়স ৬৬ এবং অন্যজনের বয়স ৪৬। আক্রান্ত দুই ব্যক্তির সংস্পর্শে আসা সবাইকে চিহ্নিত এবং পরীক্ষা করা হয়েছে। 

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগারওয়াল বলেন, ওমিক্রন শনাক্ত নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু সচেতনতা অবশ্যই জরুরি। সবাইকে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। গোপনীয়তা রক্ষা স্বার্থে আক্রান্ত দুজনের পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন আগারওয়াল।

নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সম্পর্কে এখনও খুব বেশি কিছু জানা যায়নি। গত ৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এটি প্রথম শনাক্ত হয়। ইতোমধ্যে ভারতসহ এটি অন্তত ২৫টি দেশে শনাক্ত হয়েছে।

রেডিওটুডে নিউজ/এসজেএন/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের