যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী বিক্ষোভে পেট্রল বোমা হামলা, আহত ৬

রোববার,

১৪ ডিসেম্বর ২০২৫,

৩০ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

১৪ ডিসেম্বর ২০২৫,

৩০ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী বিক্ষোভে পেট্রল বোমা হামলা, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬, ২ জুন ২০২৫

Google News
যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী বিক্ষোভে পেট্রল বোমা হামলা, আহত ৬

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ইসরায়েলপন্থী একটি বিক্ষোভে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছে। রবিবার (১ জুন) দুপুরে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ চলছিল। ওই সময় ভিড়ের মধ্যে ‘ফিলিস্তিন মুক্ত করো’ বলে চিৎকার করে আগুন বোমা নিক্ষেপ করেন ৪৫ বছর বয়সী এক ব্যক্তি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনাকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

ডেনভার ফিল্ড অফিসের এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ইন চার্জ মার্ক মিচালেক জানান, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী এটা স্পষ্ট যে এটি একটি লক্ষ্যভিত্তিক সহিংসতা এবং আমরা এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করছি।’

তিনি আরও জানান, ৬ জন আহত ব্যক্তির বয়স ৬৭ থেকে ৮৮ বছরের মধ্যে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে অন্তত একজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফবিআই এ হামলার সত্যতা নিশ্চিত করে বলেছে, এটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলেই মনে হচ্ছে। যারা এই হামলা চালিয়েছে, তাদের খুঁজে বের করতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল বলেন, ‘কলোরাডোর বোল্ডারে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে আমরা আদ্যোপান্ত তদন্ত করে দেখছি।’

তবে বোল্ডার পুলিশপ্রধান স্টিভ রেডফার্ন বলেছেন, এটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা কিনা, তা এখনো স্পষ্ট নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গায়ে জামাকাপড় ছাড়া উন্মুক্ত শরীরের এক ব্যক্তি দুই হাতে স্বচ্ছ স্প্রে বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাঁর সামনে ঘাসে আগুন জ্বলছে। তিনি চিৎকার করে বলছেন, ‘জায়নবাদীরা নিপাত যাক’, ‘ফিলিস্তিন মুক্ত করো’, ‘তারা খুনি’।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের