সোমবার,

২৩ জুন ২০২৫,

৯ আষাঢ় ১৪৩২

সোমবার,

২৩ জুন ২০২৫,

৯ আষাঢ় ১৪৩২

Radio Today News

ভরা সংসদে তুলে ধরলেন নিজেরই নগ্ন ছবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৮, ৮ জুন ২০২৫

Google News
ভরা সংসদে তুলে ধরলেন নিজেরই নগ্ন ছবি

প্রযুক্তির 'জুজু' এখন রোজকার যাপনে এসে পড়েছে। সাম্প্রতিক একের পর এক 'ডিপফেক' (Deep Fake) ঘটনাই এ কথা বলার অন্যতম কারণ! ব্যাপারটা এমনই এক প্রযুক্তি-কৌশল, যার দৌলতে বিশ্বের যে কোনও মানুষের ছবি বা ভিডিওয় মুখচ্ছবি পাল্টে দেওয়া হচ্ছে। পাল্টে দেওয়া যাচ্ছে অত্যন্ত সূক্ষ্ম এবং প্রায় নিখুঁত ভাবে। একজনের ধর-মুন্ডু  বসিয়ে দেয়া হচ্ছে আরেক জনের মধ্যে।

প্রযুক্তির কাছে 'প্রভাবশালীরাই বেশি অসহায়। তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে 'ডিপফেক'। দক্ষিণের রশ্মিকা মন্দনা থেকে শুরু করে দুঁদে রাজনিতীকরাই ফ্যাসাদে পড়ছেন বেশি করে। কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মাধ্যমে 'ডিপ লার্নিং' প্রযুক্তির এই ভয়াবহতাই তুলে ধরতে চেয়েছেন নিউজিল্যান্ডের সাংসদ লরা ম্যাকলিউর (New Zealand MP Laura McClure)। তিনি যে কাণ্ডটি করেছেন, তা নজর কেড়েছে গোটা বিশ্বের।

সংসদ অধিবেশন চলাকালীন সকলকে চমকে দিয়ে হঠাৎ সর্বসমক্ষে নিজের নগ্ন ছবি (New Zealand MP Nude Image) তুলে ধরেন এই মহিলা সাংসদ। আকস্মিক এই ঘটনায় কার্যত অবাক হয়ে যান উপস্থিত সাংসদরা। এআই নিয়ে বক্তব্য রাখার সময় এর মাত্রাতিরিক্ত বাড়বাড়ন্ত এবং ভয়াবহতা ইস্যুতে কথা বলতে বলতেই সকলকে চমকে দিয়ে নিজেরই একটি নগ্ন ছবির পোস্টার তুলে ধরেন।

সাংসদ লরা বলেন, "এই নগ্ন ছবি আমারই। যদিও ছবিটা আসল নয়। কিন্তু ছবিটা তৈরি করতে বেশি নয়, মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে। আমার উদ্দেশ্যই ছিল সংসদের অন্যান্য সদস্যদের দৃষ্টি আকর্ষণ করা। বোঝানো যে এআই-এর ডিপফেক বিষয়টা যতটাই সহজ ততটাই ভয়ঙ্কর। আমাদের দেশের (নিউজিল্যান্ড) যুব সম্প্রদায় প্রযুক্তি কৌশলের বাড়বাড়ন্তের জেরে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই বিষয়ে অবিলম্বে আমাদের পদক্ষেপ করা উচিত।"

নিউজিল্যান্ডের এসিটি পার্টির সাংসদ আরও বলেন, সাধারণ মানুষকে নাজেহাল করতে এযাবৎ এইসব ডিপফেক ছবি ব্যবহার করা হচ্ছে। এখনই যদি এর বিরুদ্ধে কড়া আইন না আনা হয়, তাহলে বর্তমানে যে আইন রয়েছে তাতে এর বাড়বাড়ন্ত রোখা যাবে না। অপরাধ প্রবৃত্তিও বাড়তে থাকবে।

প্রযুক্তি-বিশেষজ্ঞদের বক্তব্যও একই। এই অবস্থা থেকে বাঁচার জন্য কড়া আইনই এক ও একমাত্র পথ। সংবাদমাধ্যম আরও দায়িত্বশীল হয়ে কাজ করতেই পারে। সেই সঙ্গে 'ডিজিটাল স্বাক্ষরতা'ও ভীষণ ভাবে জরুরি হয়ে পড়ছে। এতে সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি বা ভিডিও দেখলেই, তার সত্যতা নিজেরাই যাচাই করতে সক্ষম হবে সাধারণ মানুষ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের