হামলায় ইসরায়েলের লক্ষ্যবস্তু ছিল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা

রোববার,

১৪ ডিসেম্বর ২০২৫,

৩০ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

১৪ ডিসেম্বর ২০২৫,

৩০ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

হামলায় ইসরায়েলের লক্ষ্যবস্তু ছিল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২০, ১৩ জুন ২০২৫

আপডেট: ০৯:২৪, ১৩ জুন ২০২৫

Google News
হামলায় ইসরায়েলের লক্ষ্যবস্তু ছিল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা

ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় মুহুর্মুহু হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, শুক্রবার ভোরে তারা এই হামলা চালিয়েছে। বিবিসি ও আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এই অভিযান 'রাইজিং লায়নের' অংশ। তিনি বলেন, ইরান ইসরায়েলের অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়িয়েছে। 

ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, তেহরানের আবাসিক এলাকাতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ অনেকে নিহত হয়েছে। হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের  প্রধান হোসেইন সালামিও নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। 

এ ছাড়া ইসরায়েলি হামলায় ইরানের দুইজন সিনিয়র পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছে বলে ইসরায়েলের রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়েছে। 

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর চারটায় তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইরানে হামলার তথ্য নিশ্চিত করে এবং ইসরায়েল জরুরি অবস্থা জারি করে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের