পুতিনের সুরক্ষিত গাড়িতে বিশেষ যে সুবিধা আছে

বৃহস্পতিবার,

০৪ ডিসেম্বর ২০২৫,

২০ অগ্রাহায়ণ ১৪৩২

বৃহস্পতিবার,

০৪ ডিসেম্বর ২০২৫,

২০ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

অরাস সেনেট

পুতিনের সুরক্ষিত গাড়িতে বিশেষ যে সুবিধা আছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৮, ৪ ডিসেম্বর ২০২৫

Google News
পুতিনের সুরক্ষিত গাড়িতে বিশেষ যে সুবিধা আছে

ভ্লাদিমির পুতিনের ভারত সফরে সঙ্গে আনা হচ্ছে একটি বিশেষ গাড়ি। অরাস সেনেট নামের গাড়িটিকে বিশ্বের অন্যতম সুরক্ষিত যান হিসেবে বিবেচনা করা হয়। ভারী অস্ত্রে সজ্জিত বিশেষ এই লিমোজিন রাশিয়ার প্রেসিডেন্টের প্রতিটি সফরে সঙ্গে থাকে।

চরম প্রতিকূল পরিস্থিতিতেও সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিতের সক্ষম করে গাড়িটির নকশা করা হয়েছে। এর বর্মযুক্ত আবরণ উচ্চ ক্যালিবারের গুলি মোকাবিলা করতে সক্ষম। মিসাইল কিংবা ড্রোন হামলা সহ্য করার মতোও সুরক্ষা ব্যবস্থা এতে আছে।

গাড়িটি পানিতে পড়লেও ভেসে থাকতে পারে এবং নিরাপদ স্থানে পৌঁছানো পর্যন্ত চালু থাকে। এর সবগুলো চাকার টায়ার ক্ষতিগ্রস্ত হওয়ার পরও উচ্চ গতিতে চলতে পারে। ভেতরে থাকা বিশেষ ছাকনি বিষাক্ত গ্যাস ঢুকতে দেয় না। 

৪ দশমিক ৪ লিটার টুইন-টার্বো ভি৮ হাইব্রিড ইঞ্জিন ৬ থেকে ৯ সেকেন্ডের মধ্যে ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত গতি অর্জন করতে পারে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। গাড়িটিতে আরও আছে চামড়ায় মোড়ানো আসবাবপত্র, হাতে তৈরি কাঠের প্যানেল ও সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা। 

বেসিক অরাস সেনেটের দাম প্রায় ১৮ মিলিয়ন রুবল (প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা)। তবে পুতিনের জন্য বিশেষভাবে তৈরি মডেলটি সাধারণ ক্রেতার জন্য তৈরি হয় না। এই বিশেষ মডেলটি তৈরি হয় ২০১৮ সালে। রাশিয়ার অটোমোবাইল গবেষণা প্রতিষ্ঠান এনএএমআই ইনস্টিটিউট ও অটোমোবাইল কোম্পানি সোলার্স জেএসসি, সংযুক্ত আরব আমিরাতের টাওয়াজুন হোল্ডিংয়ের সহায়তায় গাড়িটি তৈরি করেছে অরাস মোটরস। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের