দিল্লিতে পা রাখলেন পুতিন, রাজকীয় অভ্যর্থনায় স্বাগত জানালেন মোদি

বৃহস্পতিবার,

০৪ ডিসেম্বর ২০২৫,

২০ অগ্রাহায়ণ ১৪৩২

বৃহস্পতিবার,

০৪ ডিসেম্বর ২০২৫,

২০ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

দিল্লিতে পা রাখলেন পুতিন, রাজকীয় অভ্যর্থনায় স্বাগত জানালেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮, ৪ ডিসেম্বর ২০২৫

Google News
দিল্লিতে পা রাখলেন পুতিন, রাজকীয় অভ্যর্থনায় স্বাগত জানালেন মোদি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দিল্লিতে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত বছর জুলাইয়ে মোদির মস্কো সফরে পুতিন যে উষ্ণ আতিথেয়তা দেখিয়েছিলেন, তার প্রতিদান স্বরূপ মোদি এবার তার জন্য একটি ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছেন।

আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক। এর আগে রাষ্ট্রপতি ভবনে পুতিনকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। সকালে তিনি রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

পরবর্তীকালে রুশ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের একটি নতুন ভারত-ভিত্তিক চ্যানেলের উদ্বোধন করবেন পুতিন। সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত নৈশভোজেও অংশ নেবেন তিনি। শুক্রবার রাত ৯টার দিকে তার ভারত ত্যাগের কথা রয়েছে।

সরকারি সূত্র জানায়, পুতিনের সফরে একটি বড় ব্যবসায়ী প্রতিনিধি দলও সঙ্গে এসেছে। ভারত আশা করছে, দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে রাশিয়ার সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগ তৈরি হবে।

উভয় দেশের পক্ষ থেকে জানানো হয়েছে, শীর্ষ বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও বাণিজ্য—এই তিনটি খাতই আলোচনার কেন্দ্রবিন্দু হবে। পাশাপাশি শিপিং, স্বাস্থ্যসেবা, সার এবং যোগাযোগ খাতে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

এ দিকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে অতিরিক্ত এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার পরিকল্পনা এবং ইউক্রেন যুদ্ধের কারণে বিলম্বিত সামরিক সরঞ্জাম সরবরাহ—এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 

উল্লেখযোগ্য, ২০১৮ সালে ৫ বিলিয়ন ডলারের চুক্তিতে কেনা এস-৪০০ সিস্টেম ভারতের ‘অপারেশন সিন্ধুর’ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

রুশ প্রেস সচিব দিমিত্রি পেসকভ জানান, রাশিয়া ভারতের কাছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সরবরাহের প্রস্তাবও তুলতে পারে।

ভারত এখনো রাশিয়ার ডিসকাউন্টেড ক্রুড অয়েলের অন্যতম বড় ক্রেতা হলেও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার পর দেশটি রাশিয়া থেকে তেল আমদানি কিছুটা কমিয়েছে।

পুতিনের সফরটি এমন সময়ে হচ্ছে, যখন ওয়াশিংটন সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে।

 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের