আমার হামলা করার ইচ্ছে নেই, তোমরাও সংযত থাকো: ইরানকে বার্তা ট্রাম্পের

শুক্রবার,

১৬ জানুয়ারি ২০২৬,

২ মাঘ ১৪৩২

শুক্রবার,

১৬ জানুয়ারি ২০২৬,

২ মাঘ ১৪৩২

Radio Today News

আমার হামলা করার ইচ্ছে নেই, তোমরাও সংযত থাকো: ইরানকে বার্তা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৩, ১৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ২২:৩৭, ১৫ জানুয়ারি ২০২৬

Google News
আমার হামলা করার ইচ্ছে নেই, তোমরাও সংযত থাকো: ইরানকে বার্তা ট্রাম্পের

ইরানকে সরাসরি বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি তেহরানে হামলা চালাতে চান না। একইসঙ্গে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানকে সংযম দেখানোর আহ্বানও জানিয়েছেন তিনি। এই তথ্য সামনে এসেছে পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের বক্তব্যে। এরই মধ্যে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক উদ্যোগ ও সংলাপের ওপর জোর দেয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব এবং তুরস্ক।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে জানিয়ে দিয়েছেন যে তিনি দেশটির ওপর হামলা চালানোর কোনও পরিকল্পনা করছেন না। একই সঙ্গে তিনি তেহরানকে আঞ্চলিক পরিস্থিতিতে সংযম দেখাতে অনুরোধ করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম।

ইরানি এই রাষ্ট্রদূত জানান, বুধবার পাকিস্তান সময় রাত ১টার দিকে তিনি এই তথ্য পান। ওই বার্তায় স্পষ্ট করা হয়, ট্রাম্প যুদ্ধ চান না এবং ইরান যেন এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থে কোনও ধরনের হামলা না চালায়— এ অনুরোধও জানানো হয়েছে।

মোগাদ্দাম আরও বলেন, ইরানের জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে এবং সরকার বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেছে। তবে একই সময়ে কিছু সশস্ত্র গোষ্ঠী হত্যাকাণ্ড চালিয়েছে এবং মসজিদেও হামলা করেছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, ওই ফোনালাপে আরাগচি ইরানের সীমান্ত রক্ষায় ‘দৃঢ়ভাবে’ অবস্থান নেয়ার অঙ্গীকার করেন।

ফোনালাপে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সম্ভাব্য যেকোনও উত্তেজনার পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কূটনীতি ও আঞ্চলিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।

অন্যদিকে তুরস্কও ইরান পরিস্থিতি নিয়ে সংলাপের আহ্বান জানিয়েছে এবং যেকোনও ধরনের সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইস্তাম্বুলে সাংবাদিকদের বলেন, সংকটের সমাধান অবশ্যই সংলাপের মাধ্যমেই হওয়া উচিত।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান— দুই দেশই চাইলে মধ্যস্থতাকারী বা সরাসরি আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারে। তুরস্ক পুরো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের