
সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে আজ ভোর চারটার দিকে সিআইডির পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ করেছেন তার সহকর্মীরা। তবে স্থানীয় পুলিশ ও সিআইডির ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এ বিষয়ে তারা কিছু জানেন না।
একজন সাংবাদিকসহ ঘটনার দুইজন প্রত্যক্ষদর্শী জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে আমবাগান এলাকার বাসা থেকে শামসুজ্জামানকে তুলে নেন।
এ সময় বাড়ির মালিককে সিআইডি পরিচয়ধারী ব্যক্তিরা জানান, শামসুজ্জামানের করা একটি প্রতিবেদনের বিষয়ে রাষ্ট্রের আপত্তি থাকায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হচ্ছে। শামসুজ্জামানের থাকার কক্ষ তল্লাশি করে তার ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি মোবাইলফোন ও একটি পোর্টেবল হার্ডডিস্ক নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে।
গত ২৬ মার্চ প্রথম আলোর যে প্রতিবেদনটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, তার প্রতিবেদক ছিলেন শামসুজ্জামান শামস। ২০১৬ সালে হোলি আর্টিজান বেকারিতে অভিযান চালাতে গিয়ে প্রাণ হারানো পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলামের ছোট ভাই তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম