রোববার,

১৫ সেপ্টেম্বর ২০২৪,

৩১ ভাদ্র ১৪৩১

রোববার,

১৫ সেপ্টেম্বর ২০২৪,

৩১ ভাদ্র ১৪৩১

Radio Today News

বিদেশ যাওয়ার অনুমতি পেলেন সম্রাট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:০৬, ১ জুন ২০২৩

Google News
বিদেশ যাওয়ার অনুমতি পেলেন সম্রাট

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে চিকিৎসা করাতে এক মাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত। এ জন্য আদালত দুই মাসের জন্য তার পাসপোর্ট নিজ জিম্মায় দিয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) সম্রাটের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমাম এ আদেশ দেন।

সম্রাটের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হিরা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আজ দিন ধার্য ছিল। এদিন সম্রাটের আইনজীবী স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আগামী ৬ জুলাই পর্যন্ত সম্রাটের জামিন মঞ্জুর করেন। এ ছাড়া সময়ের আবেদনের প্রেক্ষিতে ৬ জুলাই অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের