বান্দরবানে যৌথ অভিযানে আটক কুকি-চিনের ৬৬ জনের মধ্য ৫৩ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইন এই আদেশ দেন।
রুমা থানার দু'টি মামলায় তাদের রিমান্ড দেওয়া হয়েছে। পাশাপাশি এক নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদসহ মামলার ৫৭ আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে।
বান্দরবান কোর্ট পুলিশের পরিদর্শক ফজলুল হক জানান, রুমা থানার দু'টি মামলায় ৫৭ জনকে ছয় দিনের রিমান্ড চাওয়া হয়। এর আগে, বান্দরবান জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তায় ১৮ নারী ও ৩৯ জন পুরুষকে আদালতে হাজির করা হয়। রুমায় সোনালী ব্যাংক লুটের ঘটনায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
রেডিওটুডে নিউজ/আনাম