শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

Radio Today News

এমপি আনার হত্যাকাণ্ডে নতুন চাঞ্চল্যকর তথ্য দিলেন ডিবিপ্রধান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৬, ২৩ মে ২০২৪

Google News
এমপি আনার হত্যাকাণ্ডে নতুন চাঞ্চল্যকর তথ্য দিলেন ডিবিপ্রধান

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ভারতে ১৩ মে আধাঘণ্টার মধ্যে হত্যা করা হয়েছে ঝিনাদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে। হত্যার পর হাড় থেকে মাংস আলাদা করে হলুদের গুঁড়া মিশিয়ে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। এগুলো এখনো পুরোপুরে উদ্ধার করা সম্ভব হয়নি।  

বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য দেন ডিবিপ্রধান। 

ডিবিপ্রধান বলেন, ২-৩ মাস আগে বসুন্ধরা ও গুলশানে হত্যার পরিকল্পনা করা হয়।  প্রথমে বাংলাদেশের হত্যার চেষ্টার করে কিন্তু পরিবেশ করতে না পারায় ভারতে হত্যার পরিকল্পনা করে। কারণ হচ্ছে, এমপি আনার ঘনঘন ভারত যাতায়াত করতেন। 

এর আগে বুধবার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা সৈয়দ আমান উল্লাহসহ তিনজকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।  বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।  সম্প্রতি চিকিৎসা নিতে ভারতে গিয়ে নিখোঁজ হন এমপি আনোয়ারুল আজিম আনার। পরে বুধবার (২২ মে) কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের