
কোটা নিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বুধবার (১০ জুলাই) সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান। মন্ত্রী বলেন, রাস্তায় বসে পড়লে দুর্ভোগ হবে সবার। পুলিশ আপনাদের বন্ধু।
শিক্ষার্থীদের আদালতের নির্দেশনা মানার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসকারীদের ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আগেও কঠোর ছিলো আগামীতেও কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
রেডিওটুডে নিউজ/আনাম