সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে অগ্নিদগ্ধ হয়ে চার শিশু সন্তানসহ বাবা-মা নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এটি আদৌ দুর্ঘটনা নাকি অন্য কিছু সেটি তদন্তে ঘটনাস্থলে যাচ্ছে সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি দল।
সোমবার মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় পুলিশ সুপার আ. ফ. ম আনোয়ার হোসেন খান বলেন, এ ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু, সেটি উদঘাটনে পুলিশসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা কাজ করছে। সিআইডি’র একটি দল গ্রামে পৌঁছেছে। এছাড়া সিলেটের ক্রাইম সিন ইউনিটের আরেকটি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ বললেন, ভোরে রওনা দিয়ে প্রত্যন্ত এই হাওরপাড়ে এসে এমন ঘটনা দেখে আমরা হতভম্ব।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন জানান, ভস্মীভূত মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
এর আগে সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে একই পরিবারের ৬ জন আগুনে পুড়ে মারা যান।