খাগড়াছড়িতে ফের গোলাগুলি: একজনকে পিটিয়ে হত্যা, ১৪৪ ধারা জারি

বৃহস্পতিবার,

১৬ অক্টোবর ২০২৫,

৩০ আশ্বিন ১৪৩২

বৃহস্পতিবার,

১৬ অক্টোবর ২০২৫,

৩০ আশ্বিন ১৪৩২

Radio Today News

খাগড়াছড়িতে ফের গোলাগুলি: একজনকে পিটিয়ে হত্যা, ১৪৪ ধারা জারি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৬, ১ অক্টোবর ২০২৪

আপডেট: ১৬:৫০, ১ অক্টোবর ২০২৪

Google News
খাগড়াছড়িতে ফের গোলাগুলি: একজনকে পিটিয়ে হত্যা, ১৪৪ ধারা জারি

খাগড়াছড়িতে এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনার জেরে জেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয় বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। 

এদিন সকালে গণপিটুনিতে নিহত হন সোহেল। তিনি খাগড়াছড়ি কারিগরি স্কুল ও কলেজের শিক্ষক। এর জেরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বলে স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে। 

স্থানীয়রা জানিয়েছেন, পাহাড়ি এক নারীকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে কারাগারে যান সোহেল। সম্প্রতি তিনি ছাড়া পেয়ে আবার কর্মস্থলে যোগ দেন। 

মঙ্গলবার সকালে ফেসবুকে পোস্টে ছড়ানো হয় যে, টেকনিক্যাল এলাকায় বাঙালিরা এক পাহাড়ি নারীকে তুলে নিয়ে গেছে। 

এরপর পাহাড়িরা দলে দলে এসে স্কুলে ঢুকে সোহেলকে পিটিয়ে হত্যা করে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে। 

তবে  আদৌ সেখান থেকে কোনো পাহাড়ি মেয়েকে তুলে নেয়া হয়েছিলো কিনা, তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি। সোহেলকে হত্যার পরই উত্তপ্ত হয়ে পড়ে খাগড়াছড়ি। পাহাড়ি-বাঙ্গালি দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের