বৃহস্পতিবার,

২৭ মার্চ ২০২৫,

১৩ চৈত্র ১৪৩১

বৃহস্পতিবার,

২৭ মার্চ ২০২৫,

১৩ চৈত্র ১৪৩১

Radio Today News

শেখ হাসিনা-রেহানাসহ সাতজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩৮, ১১ মার্চ ২০২৫

Google News
শেখ হাসিনা-রেহানাসহ সাতজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ সাতজনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

অপর তিনজন হলেন- শেখ রেহেনার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। খবর বাসসের। 

আবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব আহমেদ জয়, সায়মা ওয়াজেদ, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে ৫৯ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের