শনিবার,

০৯ আগস্ট ২০২৫,

২৫ শ্রাবণ ১৪৩২

শনিবার,

০৯ আগস্ট ২০২৫,

২৫ শ্রাবণ ১৪৩২

Radio Today News

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৩, ৮ আগস্ট ২০২৫

Google News
প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

ব্যবহারকারীদের প্রতারণামূলক বার্তা থেকে সুরক্ষা দিতে একাধিক নতুন নিরাপত্তা সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারগুলো ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে প্রতারণা শনাক্তে সহায়তা করবে বলে জানিয়েছে মেটার মালিকানাধীন এই মেসেজিং অ্যাপ।

৫ আগস্ট এক ঘোষণায় হোয়াটসঅ্যাপ জানায়, প্রতারণা চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বিশ্বব্যাপী ৬ লাখ ৮০ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারণা চালানো হচ্ছিল।

নতুন নিরাপত্তা ব্যবস্থায় কোনো অপরিচিত ব্যক্তি ব্যবহারকারীকে নতুন কোনো গ্রুপে যুক্ত করলে হোয়াটসঅ্যাপ একটি ‘সেফটি ওভারভিউ’ দেখাবে, যেখানে গ্রুপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। ব্যবহারকারী গ্রুপটিকে চেনেন মনে করলে চ্যাট খুলে দেখতে পারবেন, অন্যথায় নোটিফিকেশন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে এবং কোনো বার্তা প্রদর্শিত হবে না।

ব্যক্তিগত চ্যাটেও যোগ হচ্ছে বাড়তি সতর্কতা। কন্ট্যাক্ট লিস্টে না থাকা কারও সঙ্গে চ্যাট শুরু করলে হোয়াটসঅ্যাপ সেই ব্যক্তির বিষয়ে প্রাসঙ্গিক তথ্য দেখাবে, যাতে ব্যবহারকারী প্রতারণার ঝুঁকি আগে থেকেই বুঝতে পারেন।

এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, প্রতারণা প্রতিরোধে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সঙ্গে কাজ করছে। সম্প্রতি কম্বোডিয়াভিত্তিক এক প্রতারক চক্র শনাক্ত করে তাদের কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই চক্র চ্যাটজিপিটি ব্যবহার করে প্রতারণামূলক বার্তা পাঠিয়ে অর্থ হাতিয়ে নিত।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের