আদালতে প্রবেশে বাধা, এটা তো একটা অসভ্যদের দেশ: ফজলুর রহমান

সোমবার,

০৮ ডিসেম্বর ২০২৫,

২৪ অগ্রাহায়ণ ১৪৩২

সোমবার,

০৮ ডিসেম্বর ২০২৫,

২৪ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

আদালতে প্রবেশে বাধা, এটা তো একটা অসভ্যদের দেশ: ফজলুর রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:০৪, ৮ ডিসেম্বর ২০২৫

Google News
আদালতে প্রবেশে বাধা, এটা তো একটা অসভ্যদের দেশ: ফজলুর রহমান

আদালত অবমাননার নোটিশের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। তবে তাকে আদালতে প্রবেশ করতে বাধা দিতে দেখা গেছে।

আদালতে প্রবেশে বাধা পেয়ে ফজলুর রহমান বলেন, ‘এটা কী কয়, এটা তো একটা অসভ্যদের দেশ, ইতরদের দেশ করছো।’

এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ বেশ কয়েকজন আইনজীবী।

গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। এর জেরে গত ৩০ নভেম্বর বিএনপির এই নেতাকে সোমবার সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন ট্রাইব্যুনাল। এর মধ্যেই গত বুধবার (৩ ডিসেম্বর) ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চান ফজলুর রহমান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের