একটি দল ধর্মের ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে

সোমবার,

০৮ ডিসেম্বর ২০২৫,

২৪ অগ্রাহায়ণ ১৪৩২

সোমবার,

০৮ ডিসেম্বর ২০২৫,

২৪ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

সালাহউদ্দিন আহমেদ

একটি দল ধর্মের ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৩, ৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:২০, ৮ ডিসেম্বর ২০২৫

Google News
একটি দল ধর্মের ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে

বিএনপি ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে না, বরং পরিকল্পনা করে আগায়—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিজয়ের মাস উপলক্ষে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সাত দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে আজ (সোমবার, ৮ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেইটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি দেশের মানুষের কাছে ভোট চায়, জনগণের কাছে ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চায় না। বিএনপি ভোট চায়, তার বিনিময়ে জনগণের যে চাওয়াগুলো আছে তা পূরণ করতে হবে।

জামায়াতকে ইঙ্গিত করে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা বিনা কষ্টে জান্নাতে নিয়ে যেতে চাচ্ছে, তারা বাসস্টেশন কোন জায়গায় তা জেনে নিয়েন। ইহকালে কীভাবে চলবে তার কোনো বক্তব্য তাদের কাছে নাই, শুধু তরতরিয়ে জাহান্নামে নিয়ে যেতে চাইছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বহু রক্তের বিনিময়ে এ গণতন্ত্রের পথ তৈরি হয়েছে। যারা নানাভাবে ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।’

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘এমন কিছু লেখা বা বলা যাবে না, যাতে দেশের স্বার্থে আঘাত লাগে। সবার আগে বাংলাদেশ। জ্ঞানভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে বিএনপিকে সবার এগিয়ে যেতে হবে।’

নারীর ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, দলের ঘোষিত ৩১ দফার ‘ফ্যামিলি কার্ড’ নারীদের আর্থসামাজিক অবস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার দাবি, এ কার্ডের মাধ্যমে নারীরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবেন।

আগামী জাতীয় নির্বাচনে জনগণের সামনে বিএনপির ইতিহাস, আদর্শ ও পরিকল্পনা তুলে ধরার আহ্বানও জানান তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের