লক্ষ্মীপুরে দরজায় তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু

শনিবার,

২০ ডিসেম্বর ২০২৫,

৬ পৌষ ১৪৩২

শনিবার,

২০ ডিসেম্বর ২০২৫,

৬ পৌষ ১৪৩২

Radio Today News

লক্ষ্মীপুরে দরজায় তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩২, ২০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:৩৪, ২০ ডিসেম্বর ২০২৫

Google News
লক্ষ্মীপুরে দরজায় তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে স্থানীয় এক বিএনপি নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় গণমাধ্যমকর্মী পাবেল হোসেন বিবিসি বাংলাকে জানান, বেলাল হোসেন তার স্ত্রী ও পাঁচ সন্তানসহ রাতে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পরই ঘরের মূল দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা।

এই ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেলাল হোসেন ও তার দুই মেয়ে। তবে তার ছোট মেয়ে সাত বছর বয়সী আয়েশা আক্তারের মৃত্যু হয়েছে বলে জানান মি. হোসেন।

ঘটনাটি পূর্ব শত্রুতা, পরিকল্পিত নাশকতা নাকি অন্য কিছু এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ।

বিবিসি বাংলাকে তিনি জানান, বাইরে থেকে ঘর তালাবদ্ধ থাকায় আগুন ছড়িয়ে পড়ার পরও সেখান থেকে দ্রুত বের হতে পারেননি বাসিন্দারা। স্ত্রী ও দুই ছেলে সুস্থ থাকলেও বেলাল হোসেনের অন্য দুই মেয়ে গুরুতর আহত হয়েছেন বলেও জানান মি. পারভেজ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের