
ফাইল ছবি
সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আবারও বেড়েছে।ইতোমধ্যেই ভাইরাসটি শনাক্তের হার ফের ১৪ শতাংশের ওপরে পৌঁছেছে। এতে গত ২৪ ঘণ্টায়ও নতুন করে ৭০৮ জনের করোনা শনাক্ত হয়েছেন। সেই সঙ্গে এই সময়ে ভাইরাসটিতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৬৩ জনে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮১টি করোনা পরীক্ষাগারে মোট চার হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ২৫ হাজার ১৯৭ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা ১৪ দশমিক ৬৬ ভাগ। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬১ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৪ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ ভাগ।
অধিদফতরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত একজন পুরুষসহ ভাইরাসটিতে এখন পর্যন্ত মৃতদের মধ্যে মোট ১৮ হাজার ৭৪১ জন পুরুষ (৬৩ দশমিক ৮৩ ভাগ) এবং ১০ হাজার ৬২০ জন নারী (৩৬ দশমিক ১৭ ভাগ) রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৮৭ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা বেড়ে ১৯ লাখ ৬৫ হাজার ১৮৮ জনে দাঁড়াল।
রেডিওটুডে নিউজ/এসবি