বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এম খুরশিদ হোসেন

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ০০:৩১, ১ অক্টোবর ২০২২

Google News
র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এম খুরশিদ হোসেন

র‍্যাব এর নতুন মহাপরিচালক এম খুরশিদ

অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন
র‌্যাব ফোর্সেস মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি পুলিশের বিশেষায়িত বাহিনীটির নবম প্রধান হিসেবে এই দায়িত্ব নিলেন।

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে গত ২২ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে তাকে র‌্যাবের ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাশীয়ানী সদর ইউনিয়নের পশ্চিম বরাশুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে এম খুরশীদ হোসেনের জন্ম ১৯৬৪ সালের ৫ জুন। তার বাবার নাম মো. আবুল হোসেন ও মা খাদিজা বেগম। চার ভাই ও ছয় বোনের মধ্যে তিনি সবার বড়। কৃতিত্বের সঙ্গে শিক্ষাজীবন শেষ করে এম খুরশীদ হোসেন ১২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগদান করেছিলেন।

সবশেষ সুপিরিয়র সিলেকশন বোর্ডের নবম সভায় বিসিএস (পুলিশ) কাড্যারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি গ্রেড-২) পদে সুপারিশপ্রাপ্ত হন খুরশিদ। পরে ২০২১ সালের ১২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি অনুমোদন করেন। পরে ওই বছরের ১৬ মে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের