শনিবার,

২৫ মার্চ ২০২৩,

১০ চৈত্র ১৪২৯

শনিবার,

২৫ মার্চ ২০২৩,

১০ চৈত্র ১৪২৯

Radio Today News
bangas biscuit

ভারতের প্রখ্যাত অভিনেতা সমীর খাকর মারা গেছেন

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:২১, ১৫ মার্চ ২০২৩

ভারতের প্রখ্যাত অভিনেতা সমীর খাকর মারা গেছেন

ভারতের অভিনেতা সমীর খাকর মারা গেছেন

১৫ মার্চ বুধবার ভোরের দিকে চিকিৎসাস্বাধীন অবস্থায় প্রখ্যাত এই ভারতীয় অভিনেতা মারা যায়।

প্রখ্যাত এই অভিনেতা দীর্ঘ চার বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রি এবং টিভিতে কাজ করেছেন। তার অভিনীত কিছু সিরিয়ালের মধ্যে রয়েছে, শ্রীমান শ্রীমতি, সার্কাস, মনোরঞ্জন, এবং আদালত।

বহুদিন ধরে প্রখ্যাত এই অভিনেতা শ্বাসকষ্টে ভুগছিলেন। ১৪ই মার্চ তার অবস্থার অবনতি দেখে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। এরপর ১৫ মার্চ ভোরের দিকে তিনি না ফেরার দেশে চলে যান।

তার অভিনীত কিছু উল্লেখযোগ্য ছবিগুলো হল, দিলবার, প্যাটেল কি পাঞ্জাবি সাদি, পরিন্দা এবং হাসি তো  ফাসি ইত্যাদি কিছু জনপ্রিয় সিনেমা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তার এই মৃত্যুতে ভারতীয় ইন্ডাস্ট্রিতে পড়েছে শোকের ছায়া।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের