শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জাপানী রাষ্ট্রদূত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৪, ৩ জুন ২০২৩

Google News
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জাপানী রাষ্ট্রদূত

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনরি। শনিবার (৩ জুন) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। 

এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে রোহিঙ্গা সংকটের সমাধান হতে হবে জানিয়ে তিনি বলেন, এর সমাধান হলো রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছা, মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসন। 

তিনি বলেন, রোহিঙ্গা সংকট একটি বড় সমস্যা, এর দুর্ভোগ পোহাচ্ছে বাংলাদেশ। এটা শুধু বাংলাদেশের সমস্যা না, এটাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেন জাপানী রাষ্ট্রদূত। 

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের প্রতিরক্ষা বা সামরিক সক্ষমতা বাড়াতে দু'দেশ একসাথে কাজ করবে। 

জাপান যুক্তরাষ্ট্রের ভিসানীতি অনুসরণ করবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, মার্কিন ঘোষিত নতুন ভিসানীতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় ইস্যু। এই ইস্যু নিয়ে তার কোন মন্তব্য নেই বলে জানান। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের