শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

নির্বাচনে দেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়ল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৫১, ২৭ নভেম্বর ২০২৩

আপডেট: ২১:৫৩, ২৭ নভেম্বর ২০২৩

Google News
নির্বাচনে দেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়ল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত এ আবেদন করা যাবে।

সোমবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৬৭টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে কোন কোন নির্বাচনী এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাসমূহে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা উল্লেখপূর্বক নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল। 

এদিকে ইসি সূত্রে জানা গেছে, ১৫ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফশিল ঘোষণার ১০ দিনের মধ্যে দেশীয় পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন চেয়ে আবেদনের সময় নির্ধারিত ছিল। 

​​​​​​

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের