মঙ্গলবার,

১৮ মার্চ ২০২৫,

৩ চৈত্র ১৪৩১

মঙ্গলবার,

১৮ মার্চ ২০২৫,

৩ চৈত্র ১৪৩১

Radio Today News

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সেনাপ্রধানের সাক্ষাত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৩, ২০ জুন ২০২৪

আপডেট: ১৭:৩৪, ২০ জুন ২০২৪

Google News
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সেনাপ্রধানের সাক্ষাত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২০ জুন) সকালে গণভবনে গিয়ে সাক্ষাত করেন সেনাপ্রধান। এসময় সেনাপ্রধান তার বিদায়ী সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এস এম শফিউদ্দিন আহমেদ খুলনার মুক্তিযোদ্ধা পরিবারে জন্ম নেন।

১৯৮৩ সালের ২৩ ডিসেম্বর নবম বিএমএ লং কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন পান। ২০২১ সালের ১০ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে তাকে ১৮তম সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
সেনাবাহিনীর দীর্ঘ কর্মজীবনে তিনি লজিস্টিকস এরিয়া, পদাতিক ব্যাটালিয়ন, পদাতিক ব্রিগেডসহ বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের ভূমিকায় দায়িত্ব পালন করেছেন।

এদিকে, বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, যিনি এতদিন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের