বুধবার,

০৯ জুলাই ২০২৫,

২৫ আষাঢ় ১৪৩২

বুধবার,

০৯ জুলাই ২০২৫,

২৫ আষাঢ় ১৪৩২

Radio Today News

তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন প্রস্তাব দিয়েছে: প্রধানমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০১, ২৫ জুন ২০২৪

Google News
তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন প্রস্তাব দিয়েছে: প্রধানমন্ত্রী

তিস্তা প্রকল্প নিয়ে চীন ও ভারতের প্রস্তাব রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ জুন) গণভবনে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

তিস্তা নদীর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দুটি প্রস্তাব বিবেচনা করে দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। ভারত তিস্তা প্রকল্প বাস্তবায়ন করলে বাংলাদেশের পানির সমস্যার অনেকাংশেই সমাধান হয়ে যাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত ও চীনের মধ্যকার সম্পর্কের বিষয়ে বাংলাদেশ কখনো নাক গলায় না। সবার সঙ্গে বন্ধুত্ব রেখেই দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি আমি। ভারত আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তাই তাদের অবদান গুরুত্বপূর্ণ। চীনও আমাদের উন্নয়নে অবদান রাখছে। দুই দেশের ভূমিকাই তাই অনস্বীকার্য।

এসময় ভারত-বাংলাদেশের মাঝে আরো সাতটি নতুন বর্ডার হাট হচ্ছে বলেও জানান তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের